কুষ্টিয়ায় বৈধ জমির মালিকদের উপর অবৈধ দখলদারদের হুমকী

0
1085
কুষ্টিয়ায় জমির বৈধ কাগজপত্র থাকা সত্যেও অবৈধ দখলদার কর্তৃক ক্রয়কৃত মূল ওয়ারিশ গনের উপর হুমকী |

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় জমির বৈধ কাগজপত্র থাকা সত্যেও অবৈধ দখলদার কর্তৃক ক্রয়কৃত মূল ওয়ারিশ গনের উপর হুমকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর মৌজার ডিসি কোর্টের পাশে থাকা নিজ মালিকানা জমির প্রমান সরূপ সমস্থ কাগজপত্র সংগ্রহ করার পরেও ওয়ারিশরা দখল করতে পারছেনা বরং তাদের উপর বিভিন্ন মহল থেকে হুমকী দেওয়া হচ্ছে। তথ্য সূত্রে জানা যায়, .৫৮০০ একর জমির এসএ দাগ নং-৬ আরএস খতিয়ান নং ৫০৫৪ ক্রয়সূত্রে জমির মালিক মৃত কেদার মালিথা। সূত্রে জানা যায়, জমির ওয়ারিশরা তাদের ধান গবেষনা ইনিষ্টিটিউট এর নামে একওয়ার করা জমির অর্থ উওলনের জন্য কুষ্টিয়া ডিসি কোর্ট সার্ভেয়ার অফিসে যান। জমির মালিক মৃত কেদার মালিথার নামকৃত জমির কাগজপত্র তল্লাশীতে আনুমানিক .৫৮০০ একর জায়গা যার এসএ দাগ নং-৬ আরএস খতিয়ান নং ৫০৫৪ জমিটা বেরিয়ে আসে। তখন তারা উক্ত জমি সংক্রান্ত সমস্থ কাগজ পত্রগুলো কুষ্টিয়া সদর ভূমি অফিস, ভুমি রেজিষ্টার অফিস, মজমপুর তফসীল অফিস থেকে ওয়ারিশ গনের ২২ সদস্যের মুল মালিকানা সহ প্রয়োজনীয় সমস্থ কাগজপত্র সংগ্রহ করেন তারা। ওয়ারিশ সূত্র অনুযায়ী ২২ জন সদস্য মজমপুর তফষীল অফিস কর্তৃক মিউটিশনের জন্য আবেদন করেছিলেন। মিউটিশনের আবেদন অনুযায়ী ২২ জন সদস্যের সবাই মালিকানা পেয়ে যান। পরে ওয়ারিশ গনেরা জমির উপর সাইনবোর্ড লাগিয়ে দখল করতে গেলে আরজু নামে এক ব্যক্তি সাইনবোর্ড ভেংগে ফেলে। ওয়ারিশ গনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন মলিকানার ২২ সদস্যের মধ্যে বাদশা আলম, ঠিকানা- এসসি ব্যানার্জি রোড, বড়বাজার, কুষ্টিয়া। এই জমি সংক্রান্ত সমস্থ কাজ করার প্রয়াসে বাদশা আলমের উপর বিভিন্ন মহল থেকে হুমকী প্রদর্শন করছে বলে জানান তিনি। ভুমীদস্যু আরজুর দাবী, উক্ত জমির মধ্যে ১০ শতাংশ জমি রোকসানা হান্নান গনি আনুমানীক ২০ বছর আগে ক্রয় করেছেন। যার স্বামী আব্দুল হান্নান সাং- কোর্টপাড়া, সদর কুষ্টিয়া। তাদের দাবী, ১৯৯৮ সালে আতিয়ার-মতিয়ার নামক ব্যক্তির কাছ থেকে তারা ক্রয় করেছে। কিন্তু মুল মালিকেরা বলছে এটি সম্পুর্নভাবে জালিয়াতী করে তারা ভোগ-দখল করছে। এই বিষয়ে মৃত কেদার মালিথার পুত্র, আব্দুল জলিল মালিথা বাদী হয়ে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক একটি আপত্তিনামা দাখিল করেন যার কেস নং- ১৯৫(১৪৩)/১৮-১৯ এবং দেয়ানী নং ৪৫৩/১৫ সেটিও তাদের পক্ষে। তবে কেন তারা এমন কর্মকান্ড দ্বারা মুল মালিকদের উপর এমন অনৈতিক আচরন করছে যা মুল মালিকগনেরা হুমকীর সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে গত বুধবার, কুষ্টিয়া মডেল থানাতে একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী ভূমি অফিসার মোসাব্বেরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমার এই বিষয়ে কোন কিছু জানা নেই, ওয়ারিশ গনেরা আমার কাছে আসেনাই, তারা যদি বৈধ কাগজপত্র সহ আমার কাছে আসে তবে আমি তার ব্যবস্থা নিব। চলমান…