ঈশ্বরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
1932

সেলিম আহম্মেদ, ঈশ্বরদী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন জাতির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ঈশ্বরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকার কথা ছিল মাননীয় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির। ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) শিমুল আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ আসমা খান, ডাক্তার আব্দুল বাতেন, ডাক্তার উর্মি সাহা, লক্ষিকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিস-উর রহমান শরীফ, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি তপন কুমার কুন্ডু। অনুষ্ঠানের আয়োজন করেন ঈশ্বরদী পরিবার পরিকল্পনা কার্যালয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে মাঠ পর্যায়ে সহযোগিতা করায় শ্রেষ্ঠ ইউনিয়ন ও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন সলিমপুর। শ্রেষ্ঠ ইউনিয়নের ক্রেষ্ট গ্রহণ করেন সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। বক্তারা বলেন, দেশের প্রত্যেকটি পরিবারকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। ঈশ্বরদী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন তাই বেশ কয়েকবার পদক পেয়েছেন। ঈশ্বরদী হাসপাতালের ডাক্তারদের সহযোগিতার কারণে মাতৃমৃত্যুর হার অনেকাংশেকমে গেছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মিদের সহযোগিতায় ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের গর্ভবর্তী নারীরা হাসপাতালে এসে স্বাস্থ্য সেবা নিচ্ছেন। নরমাল ডেলিভারী ও সিজার করানো হচ্ছে।