নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত

0
2213
ছবি: পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শেষ দিনে শিক্ষার্থীদের ডিম বিতরণ করা হয়।  

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য সামনে রেখে নজিপুর পৌর শহরের চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২০০ টি সিদ্ধ ডিম ফ্রি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আব্দুল মজিদ, পত্নীতলা থানা ওসি আজিম উদ্দীন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিএফএ স.ম সাইদুন নবী, ভিএস ডা: আমিনুল ইসলাম, ভিএফএ ইব্রাহিম হোসেনসহ বিদ্যালয়ের অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।