কুষ্টিয়ায় আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর

0
1009

কুষ্টিয়া প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: রাজনৈতিক বিরোধের জেরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফী ফারুক ইবনে আবু বকরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকরা। সোমবার সকাল ৮টায় কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রযুক্তিবীদ সুফী ফারুক ইবনে আবু বকর ও কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফের মধ্যে এলাকায় রাজনীতি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। সুফী ফারুক আগামী জাতীয় নির্বাচনে ঐ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য এখন থেকেই মাঠে কাজ করছে। এতে স্থানীয় এমপি আব্দুর রউফের নির্দেশে তার সমর্থকরা তাকে নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করে। এমপি আব্দুর রউফ ও সুফী ফারুক সম্পর্কে মামা-ভাগ্নে হওয়ায় গতকাল রোববার জমি নিয়ে তাদের একে অপরের সঙ্গে বিরোধ বাধে। এতে এমপির সমর্থকরা সুফী ফারুককে এলাকা থেকে উচ্ছেদ ও রাজনীতি না করার হুমকী দেয়।  এরই জের ধরে সোমবার সকালে এমপি আব্দুর রউফের নির্দেশে বাগুলাট ইউনিয়ন চেয়ারম্যান  জামাল উদ্দিন ও জেলা পরিষদের সদস্য মফিজ এর নেতৃত্বে তাদের বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সুফী ফারুকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে। সূফী ফারুক ইবনে আবু বকর জানান, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐ আসন থেকে এমপি নির্বাচন করতে চাই। তাই এখন থেকেই আমি মাঠে কাজ করছি। কিন্তু এলাকায় আমাকে রাজনীতি করতে বাধা দেয় এমপি। আমাকে এলাকা থেকে উচ্ছেদের চেষ্টা ও চালায়। সকালে তার বাহিনী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, সকালে সুফী ফারুকের বাড়ির প্রাচীর ভেঙে ফেলেছে তার প্রতিবেশীরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমপি আব্দুর রউফ দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।