মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

0
1121

আজাদ বিশ্বাস, মহেশপুর সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম :: ২৮ অক্টোবর ২০১৬ইং। ঝিনাইদহের মহেশপুরের খোদ্দখালিশপুর গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহেশপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে ছিল পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, স্মৃতি চারণ ও দোয়া মাহফিল।
কর্মসুচির শুরুতে আজ সকাল ১১টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান কলেজ মাঠে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড.আব্দুল মালেক গাজী, এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী,বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এর আগে বীরশ্রেষ্ট হামিদুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।  ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার ধলাই সীমান্তে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন।