খোকার আরও ৬৬ একর জমি বাজেয়াপ্ত

0
1055

গাজীপুর প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: গাজীপুরের কালিয়াকৈরে থাকা ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার প্রায় ৬৬ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে। কৃষিজমি খাস খতিয়ানভুক্ত এই জমিগুলো নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। রবিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও পুলিশ উপজেলার ছয়টি মৌজার ৬৬ দশমিক ৫৬ একর কৃষিজমি হেফাজতে নিয়ে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব মিয়া, সফিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আ. লতিফ প্রমুখ। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এই জমি বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর নির্দেশে খোকার জমি বাজেয়াপ্ত করা হয়। আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন। পরে দেখা যায়, উপজেলার জানেরচালা, কালিয়াদহ, বাঁশতলী, কাঁচারস ও উত্তর রাঙামাটি মৌজায় তার ৬৬ দশমিক ৫৬ একর কৃষিজমি রয়েছে। সেই জমি আজ বাজেয়াপ্ত করা হলো। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন খোকার ৫০ একর কৃষিজমি খাস খতিয়ানভুক্ত করে সরকারের হেফাজতে নেয়। আর বুধবার রাজধানীর গুলশানে সাদেক হোসেন খোকার ছয়তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়। সাদেক হোসেন খোকা বর্তমানে চিকিৎসার জন্য নিউইয়র্কে আছেন। তবে কবে ফিরবেন তা জানা যায়নি।