টঙ্গীর ট্র্যাম্পাকো ফয়েল কারখানা মালিক দায়িত্বহীন: আইজিপি

0
1189

গড়াইনিউজ২৪.কম:: পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘টঙ্গীর ট্র্যাম্পাকো ফয়েল কারখানার মালিক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত না করে এই ধরনের ইন্ডাস্ট্রি করা ঠিক হয়নি তার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’   শনিবার দুপুরে টঙ্গীর ট্রাম্পাকো ফয়েলস কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। শনিবার ভোরে কারখানাটি বয়লার বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আইজিপি বলেন, ‘এখানে এসে আগুন যেভাবে জ্বলতে দেখলাম, তাতে কারো কিছু করার নেই। আগুনের কাছে সবাই অসহায়। ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করছে। ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের সহযোগিতা করছেন।’ আইজিপি বলেন, ‘বিল্ডিংটি দেখে মনে হচ্ছে অনেক পুরোনো। এই ঘটনায় নিয়মিত মামলা হবে। ভবিষ্যতে যাতে এই রকম আর কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’