ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়কে তীব্র যানজ‌ট, দুর্ভোগে যাত্রীরা

0
69
ছবি- সংগৃহীত

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত সড়কের ১৩ কি‌লো‌মিটার এলাকা জুড়ে তীব্র যানজ‌ট সৃষ্টি হয়েছে। এতে ভোগা‌ন্তি পোহা‌তে হচ্ছে এই সড়কে চলাচলকারী যাত্রীদের।  

শুক্রবার (৯ জুন) রাত ১টার দি‌কে মহাসড়‌কের কামাঙ্খা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি চলন্ত পিকআপ সড়‌কে উল্টে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে‌ছে যায়। শ‌নিবার (১০ জুন) ভোররাত হতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়‌কের ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে পরিবহ‌নের দীর্ঘ সা‌রির ফ‌লে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

জানা গে‌ছে, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু পর্যন্ত মহাসড়‌কের চার‌লে‌নের কাজ শেষ না হওয়ায় প্রতি‌দিনই সড়‌কে প‌রিবহন বিকল ও দুর্ঘটনার ফ‌লে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। ফ‌লে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হয় চলাচলকারী‌দের। গত বৃহস্প‌তিবার ও শুক্রবার ম‌ধ্যেরা‌তে মহাসড়‌কের কামাঙ্খা‌ মোড়ে প‌রিবহণ বিকল হওয়ার ঘটনা ঘ‌টে। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো সরা‌তে সময় লাগায় মহাসড়‌কে প‌রিবহ‌নের দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হয়। ফ‌লে সৃ‌ষ্টি হয় যানজ‌টের। বঙ্গসেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, শুক্রবার রা‌তে কামাঙ্খা‌ মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। দুর্ঘটনা কব‌লিত পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এছাড়া মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। গত বৃহস্প‌তিবারও একই স্থানে এক‌টি ট্রাক বিকল হওয়ার ঘটনা ঘ‌টে‌ছিল।  তি‌নি আ‌রও জানান, প‌রিবহ‌নের চালকরা আগে যাওয়ার প্রতি‌যো‌গিতায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।