বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনের পরিপূর্ণ প্রতিফলন সংবিধান : স্পিকার

0
340
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।পুরোনো ছবি

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: ১৯৭২ সালের ৪ নভেম্বর বাঙালি জাতির গৌরবময় উজ্জ্বলতম দিন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘এই দিনে বঙ্গবন্ধু বিশ্বের শ্রেষ্ঠতম সংবিধান প্রণয়ন করেছিলেন। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনের পরিপূর্ণ প্রতিফলন।’ আজ শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধানের সঠিক প্রয়োগ ঘটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান। গণপরিষদ ও খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আমির-উল ইসলাম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির, অ্যাটর্নি জেনারেল মো. আমিন উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এম ইনায়েতুর রহিম সংবিধানের ওপর আলোচনায় অংশ নেন। স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধান কারও দান, অনুকম্পা বা কোনো সন্ধি-আলোচনার মাধ্যমে পাওয়া যায়নি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুখি মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সবার কাছে পৌঁছে দিতে পারলেই এই সংবিধান অর্থবহ হবে। ওই সময় স্পিকার ১৯৭২ সালের মূল সংবিধানের অনুকরণে মুদ্রিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সংবিধান প্রণয়ন কমিটির সব সদস্যকে সম্মাননা স্মারক ও স্মারক গ্রন্থ প্রদান করেন।