কুষ্টিয়ায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর “বি.আর.বি” পরিদর্শন!

0
1042

গড়াইনিউজ২৪.কম:: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু আকস্মিকভাবে কুষ্টিয়ার গর্বিত ভারী শিল্প প্রতিষ্ঠান বিআরবি’র সদর দপ্তর পরিদর্শন করেছেন। সরকারী কর্মসূচি পালনে একদিনের কুষ্টিয়া সফরে এসে আজ বুধবার বেলা সোয়া ১২টায় প্রতিমন্ত্রী বিসিক শিল্প নগরীস্থ বিআরবি গ্রুপের সদর দপ্তরে এসে পৌঁছালে দেশের স্বনামধন্য এ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান সে সময় তাঁকে স্বাগত জানান। নির্ভরযোগ্য বৈদ্যূতিক কেবল প্রস্তুতকারী দেশ-বিদেশে খ্যাতিঅর্জনকারী এ প্রতিষ্ঠানে নেমেই প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বিআরবি কেবলের কয়েকটি ইউনিট পরির্দশন করেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মজিবর রহমান কারখানা দেখানো ও কেবল উৎপাদনের বিভিন্ন পর্যায় এবং গুনগতমান নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ের প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্রিফ করেন। নানা পর্যায় ঘুরে দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। বিআরবি পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম প্রমুখ। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে প্রতিমন্ত্রী বিআরবি গ্রুপ ত্যাগ করেন। প্রসঙ্গত: প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তা (পিআরও) আক্তারুল ইসলাম জানিয়েছেন, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় যোগদিয়ে অংশ গ্রহনকারীদের মুখে বিআরবি গ্রুপের উচ্ছসিত প্রশংসা শুনে প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এটি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।