করোনায় ইংল্যান্ডে ‘মৃত্যুহীন দিন’!

0
588

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি- ভাইরাসটি ছড়িয়ে পড়া যে কোনো দেশের জন্যই এটা অনেক বড় স্বস্তির খবর। আর খবরটা যদি হয় বৃটেনের জন্য, তাহলে তো কথাই নেই। কারণ করোনার সবচেয়ে বেশি তাণ্ডবের শিকার হওয়া দেশগুলোর একটি হলো ইংল্যান্ড। সেই দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় (১ জুন) একজনও মারা যায়নি।

করোনাকালে ইংল্যান্ডের জন্য এটা বিশেষ একটা ঘটনা। কারণ দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮২৩ মানুষ মারা যাওয়ার রেকর্ড আছে। সেখানে মৃতের সংখ্যা শূন্যতে নামিয়ে আনা অনেক বড় অগ্রগতি। দেশটির বাসিন্দারা বিষয়টিকে রীতিমতো উদযাপন করেছেন।ইংল্যান্ড সরকারের করোনাভাইরাস সংক্রান্ত ওয়েবসাইটে দেখানো হয়েছে, ১ জুন ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। তার বিপরীতে মৃত্যুর ঘর শূন্য। গত বছরের মার্চে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু শুরু হওয়ার পর এটাই প্রথম মৃত্যুহীন দিন।