দারিদ্র্য বিমোচন সরকারের প্রধান লক্ষ্য :প্রধানমন্ত্রী

0
1125

গড়াইনিউজ২৪.কম:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, দারিদ্র্য বিমোচন হচ্ছে তার সরকারের প্রধান লক্ষ্য। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে কাতারের আমিরের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারীর সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক পদে তার প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি এই পদে ড. হামাদের প্রার্থিতায় খুশী হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ পদে আপনার প্রার্থিতায় খুশি হয়েছি এবং আপনি আমাদের সমর্থন পাবেন। কাতারের আমিরের উপদেষ্টা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে আগামী অক্টোবরে এই ভোট প্যারিসে অনুষ্ঠিত হবে। এই পদে তার প্রার্থিতা ঘোষণার পর ড. হামাদ তার প্রচারণায় সর্বপ্রথম বাংলাদেশ সফর করছেন। প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, ভ্রাতৃপ্রতীম দেশ দু’টির সম্পর্ক আগামী দিনে অধিকতর সুসংহত হবে। তিনি তার কাতার সফরের কথাও স্মরণ করেন। মুসলিম বিশ্বে একজন মহিলা নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ড. হামাদ বলেন, অন্যদের তাকে অনুসরণ করা উচিত। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থ-সামাজিক ও শিক্ষা খাতে বাংলাদেশের বিশাল সাফল্যেরও প্রশংসা করেন। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে বৈঠকে আমীরের উপদেষ্টা বলেন, এটি সুবিধাজনক সময়ে হবে। কুয়েতের আমিরের উপদেষ্টা প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নে ইউনিস্কোর আমির জাবের আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ পুরস্কারের আন্তর্জাতিক জুরি বোর্ডে চেয়ারপার্সন হিসেবে সায়মা ওয়াজেদ হোসেইনের নির্বাচনের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন ও বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল দেহাইমি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূর্বাভাস জানাতে আবহাওয়া অধিদপ্তরের অ্যাপ উদ্বোধন

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের কার্যকর মোবাইল অ্যাপ্লিকেশন ‘বিএমডি ওয়েদার অ্যাপ’ এর মাধ্যমে অধিদফতরের দৈনিক সকল তথ্যসেবা মোবাইল প্লাটফরমে নিয়ে আসা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। যথাসময়ে এবং অব্যাহত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদানে, নদী ও আকাশ পথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের স্বার্থে এই অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। কালবৈশাখী, সাইক্লোন, টর্নেডো, অতি বৃষ্টিপাত, বন্যা এবং এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধাপে ধাপে জীবন ও সম্পদহানি কমিয়ে আনার লক্ষ্যে এটা চালু করা হয়েছে। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে স্মার্ট ফোন দেশের ৪২টি স্থানে বসানো স্বয়ংক্রিয় আবহাওয়া সরঞ্জামের সঙ্গে সরাসরি যুক্ত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস’র বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।