নারী কেলেংকারীর আর এক নাম আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিংয়ের নয়ন পাগল!

0
3997

নিজস্ব প্রতিনিধি॥ ধারাবাহিক প্রতিবেদনের আজ পড়ছেন ৩য় পর্ব………..
নয়ন পাগলের শিক্ষা নিয়ে বানিজ্য এবং সেই সাথে নারী কেলেংকারীর মূল হোতা আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক নয়ন পাগল। সূত্রে জানা যায়, আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক নয়ন ২০১০ সালে সর্বপ্রথম নিউ জিনিয়াস কোচিং এর নাম করন করে শিক্ষার নামে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম, নারী কেলেংকারী ও অর্থ বানিজ্য। এই নিউ জিনিয়াস কোচিং দিয়ে তার শিক্ষার চাইতেই প্রেম বানিজ্য ভালো ভাবে শুরু হয়। এক পর্যায়ে বিভিন্ন অপকর্ম ও নারী কেলেংকারীর জন্য তার এই নিউ জিনিয়াস কোচিং সেন্টার বন্ধ করে দেয় এলাকাবাসী। কিন্তু বর্তমানে এখন আর নিউ জিনিয়াস কোচিং নেই, কিন্তু ভোল পাল্টে শুরু করেছে পাবলিক স্কুল ও কোচিং। কোচিং এর নাম পরিবর্তন হলেও থেমে নেই তার নারী কেলেংকারীর বদ অভ্যাস। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, নয়ন পাগলের পিছনের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন এবং বর্তমানে সে পান্না মাস্টারের স্টাইলে চলছে, আর এই নিয়ে তার এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবক মহলে শুরু হয়েছে নানা ধরনের গুনজন। বর্তমানে চ্যালেঞ্জ কোচিং এই পরিচালক নয়ন নাম পরিবর্তন করে স্বপ্নীল ভাই নামে চালিয়ে যাচ্ছে চ্যালেঞ্জ নামের ভূয়া কোচিং। যার নেই কোন সরকারি লাইসেন্স, সুশিক্ষিত শিক্ষক মহল ও শিক্ষার উপযুক্ত পরিবেশ কিন্তু আছে তার ছাত্রী পটানোর লাইসেন্স। কোন রকম সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তার নিজের মন গড়া নিয়মে শিক্ষাকে পণ্য বানিয়ে প্রতারণা করছে ছাত্র-ছাত্রীদের সাথে এবং অশ্লীল আচরন করে। এমনকি কথিত পরিচালক নয়ন ওরুপে স্বপ্নীল ভাই কতটুকু উচ্চ শিক্ষায় শিক্ষিত এ বিষয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল। বিভিন্ন সময় নানা ধরনের অপকর্মে হাতে নাতে ধরা পড়ে শাস্তি পেলেও থেমে থাকেনি তার কূৎসিত মনের নানা ধরনের কূ-কাজ। যার ফল ভোগ করতে হয়েছে উক্ত কোচিং এর বিভিন্ন ক্লাসের ছাত্রীদের । নিউ জিনিয়াস কোচিং পরিচালক নয়ন নানা অপকর্মে বিতর্কিত হওয়ার পর আবার শুরু করেছে চ্যালেঞ্জ নামক কথিত কোচিং। তাই ছাত্র-ছাত্রীদের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল। তা না হলে, যে কোন সময় ঘটাতে পারে পান্না মাস্টারের মতো বড় ধরনের দূর্ঘটনা এমনি ধারনা করছেন অনেকে।
আগামী পর্বে পড়–ন ছাত্রীদের সাথে কি কি করেছে?