দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হতদরিদ্ররা!

0
1638
হতদরিদ্র ত্রাণ গ্রহীতাদের লাঞ্ছিত করার সময়।

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে হতদরিদ্র ত্রাণ গ্রহীতাদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার বোয়ালিয়া ইউনিয়নের করোনাই ক্ষতিগ্রস্থ হতদরিদ্র মানুষের মাঝে সরকারিভাবে বরাদ্ধকৃত ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান মহিউল ইসলাম বিশ্ব স। এ সময় বোয়ালিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণের সময় মহিউল ইসলাম বিশ্বাস ফেসবুক লাইভে আসেন। লাইভে এসে তার ইউনিয়নের হতদরিদ্র মানুষকে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করেন। এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত করেন অনেক হতদরিদ্র মানুষকে। এমনকি অনেক বৃদ্ধকে মারার জন্য উদ্যত হন ধাক্কাধাক্কিও করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি করে, এদিকে অসহায় হতদরিদ্র এলাকাবাসী জানান, চেয়ারম্যান ত্রাণ দিতে গিয়ে আমাদের সম্মান নিয়ে খেলেছে আমরা এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে এলাকার সচেতন মানুষ দাবি করেন, চেয়ারম্যান শুধু মানুষকে লাঞ্ছিত করেই ক্ষ্যান্ত  হননি, ত্রাণ বিতরণে আত্মীয়করন করেছে। এই ইউনিয়নের অনেক হতদরিদ্র মানুষেই ত্রাণ পাই নাই, আমরা বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার দাবি করছি, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে মুঠোফোনে মহিউল ইসলাম এর সাথে যোগাযোগ করলে, তিনি ভুল হয়েছে বলে ক্ষমা চান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, বিষয়টি আমিও মাত্র অবগত হলাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।