রান্নায় গ্যাস ব্যবহার অপচয়: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

0
2885
গড়াইনিউজ২৪.কম::গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারকে অপচয় মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।  আবুল মাল আবদুল মুহিত বলেন, গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।  এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না। তিনি বলেন, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। সবার বুঝতে হবে যে রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না। গ্যাসের ওপর চাপ কমাতে নতুন করে বাসা-বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ না দেয়ার কথা জানিয়েছে সরকার। এছাড়া সিলিন্ডারে এলপিজি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।