গড়াই নিউজ ২৪.কম :: সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের ১০দিন পর এক কিশোরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তারেক আহমদ (১৭) নামের ওই কিশোর গত ২৭ জুলাই নিখোঁজ হয়েছিল। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডিগারকান্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সোমবার দিবা গতরাতে সুহিতপুর হাওর থেকে তার কঙ্কাল এবং পরনের কাপড় উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, তারেক আহমদ ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের সুহিতপুরস্থ সালাম এন্ড ব্রাদার্সের মালিকের বাসায় কাজ করতো। ঘটনার দিন সকালে সে মাছ শিকারের উদ্দেশ্যে হাওরে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। ওই প্রতিষ্ঠানের মালিক জামাল উদ্দিন জানান, তারেক আহমদ তাদের বাসায় কাজ করতো। তবে সে আলাদা ঘরে থাকতো। প্রত্যেকদিন ৯টার দিকে নাস্তা করার জন্য তাদের বাসায় আসতো। ওইদিন ১২টা পর্যন্ত অপেক্ষা করে তার ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মোবাইল ফোনে যোগাযোগ করেও সেটির সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। এ ব্যাপারে গত ২৮ জুলাই ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুজিবুর রহমান। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, হাওর থেকে একটি কঙ্কাল পাওয়া গেছে। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে এটা নিখোঁজ তারেক আহমেদের হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনা জানা যাবে। তবে তারেক আহমদের পিতা মুজিবুর রহমান উদ্ধারকৃত কঙ্কাল এবং কাপড় তার ছেলের বলে নিশ্চিত করেছেন।
Kushtia
clear sky
15.2
°
C
15.2
°
15.2
°
34%
3.3kmh
0%
Thu
25
°
Fri
26
°
Sat
26
°
Sun
25
°
Mon
25
°