স্কুল চলাকালীন সময়ে কোন কোচিং চালানো যাবেনা – জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন

0
1719

গড়াইনিউজ২৪:: স্কুল চলাকালীন সময়ে কোন কোচিং চালানো যাবেনা বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই শিফটে ক্লাস চালানো হয়। এসময়ের মধ্যে কুষ্টিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এক্সট্রা ক্লাস করানো যাবে না এবং কোন কোচিং চালানো যাবেনা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোচিং সেন্টারের স্বত্তাধীকারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, অভিভাবক ও সুধীজনের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তান কি বিষয়ে দুর্বল তার জন্য কোন শিক্ষকের কাছে পড়বে, এজন্য সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানাতে হবে। কেন আপনার সন্তান এই বিষয়ে কেন দুর্বল।  এজন্য সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যাচাই বাছাই করে দেখবে, সেই শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল। তার উপর ভিত্তি করে সেই প্রধান শিক্ষক অনুমতি দিলেই কেবল আপনার সন্তানকে কোচিং বা প্রাইভেট পড়তে পারবে। কোন শিক্ষক স্কুলের সময় ছাড়া কোন কোচিং সেন্টারে ক্লাশ নিতে পারবে না। যদি কোন শিক্ষক ক্লাস নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, জিকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম কাদির শাকিলসহ বিভিন্ন কোচিং সেন্টারের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সভাপতি ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।