রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা এক ডজন মামলার মধ্যে ৯টিতে জামিন পেয়েছেন খালেদা

0
2148

গড়াইনিউজ২৪:: রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা এক ডজন মামলার মধ্যে নয়টিতে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা। রাজধানীর দারুস সালাম থানার নাশকতার নয়টি মামলার মধ্যে আটটি ও রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি জামিন পান। তবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নিয়ে আগামী ১০ অক্টোবর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন আদালত। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী (পিপি) আবদুল্লাহ আবু বলেন, নাশকতার অভিযোগের দারুস সালাম থানায় দায়ের করা নয়টি মামলার মধ্যে আটটির অভিযোগ আমলে নেওয়া হয় এবং মামলাগুলোতে তাকে জামিন দেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের মামলার অপরাধ আমলে নিয়ে আদালত খালেদা জিয়াকে জামিন দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের তারিখ আগামী ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এ দিন খালেদা জিয়াকে অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।

এদিকে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও দারুস সালাম থানার নাশকতার আরেকটি মামলায় হাজিরা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) যাওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া পুরান ঢাকার রেবুতি ম্যানসনে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেবেন তিনি। আজ বুধবার দুপুর ১২টার দিকে ১২টি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।