কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রী হোস্টেল থেকে নিখোঁজ

0
1837
কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রী হোস্টেল থেকে নিখোঁজ ৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি।

এ.কে.পিয়াস: গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পশ্চিম মজমপুর এলাকার দারুন নাজাত মহিলা আবাসিক মাদ্রাসা থেকে গত রবিবার রুয়াইদা নামের একটি মেয়ে হারিয়ে গেছে। ৫ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি রুয়াইদা (১৩)। পরিবারের অভিযোগ, মেয়েটিকে নির্যাতন করতো মাদ্রাসার সুপার ওবায়দুল্লাহ। রুয়াইদাকে দিয়ে মাদ্রাসার সুপারের স্ত্রী কাজের মেয়ের মতো খাটাত। দারুন নাজাত মাদ্রাসার সুপার ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটির সন্ধান পাওয়া যেতে পারে। এদিকে রুয়াইদার দাদি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে খলিলুর রহমানের স্ত্রী হাসনে আরা বেগম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যাহার সাধারণ ডায়রি নং- ৫২ তারিখ ১লা জুলাই ২০১৯ ইং। এদিকে মাদ্রাসার সুপার ওবায়দুল্লাহ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত রবিবার মাগরিবের সময় মাদ্রাসা থেকে কোথায় চলে যায়। এর আগেও একটি মেয়ে হারিয়ে যায় পরে তাকে তার বাড়িতে পাওয়া যায়। আমরা মেয়েদের পাহারা দেব নাকি। হারিয়ে যেতেই পারে। তার পরিবার জিডি করেছেন।