গড়াইনিউজ: সাভারে এক কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহালম (৬৫) নামে এক নৈশপ্রহরীর বিরুদ্ধে। সোমবার সকাল ১১ টায় সাভার পৌর এলাকার গেন্ডা পুকুরপাড় মহল্লার স্বপন মিয়ার ভাড়া বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় স্থানীরা ওই নৈশপ্রহরীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্ত ধর্ষক শাহালম গাইবান্ধা সদর থানার রাধা কৃষ্ণপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মার্কেটে নৈশপ্রহরীর কাজ করতেন। ভুক্তভোগী কিশোরীর ভাই শামিম জানায়, সকাল ১১ টায় ছোট বোনকে বাসায় একা রেখে বাজারে যান তিনি। এসময় এলাকার নৈশপ্রহরী শাহালম তার বাসায় এসে ছোট বোনকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে ধর্ষক শাহালমকে আটক করে পুলিশে দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, গেন্ডা পুকুরপাড়া এলাকার স্বপন মিয়ার বাড়িতে প্রায়ই দিনে-রাতে মাদক সেবন ও জুয়া খেলাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এ কারণে ওই বাড়িতে বেড়াতে আসা কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন তারা। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নৈশপ্রহরী শাহালমকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পাশাপাশি ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Kushtia
clear sky
25.2
°
C
25.2
°
25.2
°
27%
1.4kmh
0%
Sat
26
°
Sun
27
°
Mon
28
°
Tue
29
°
Wed
29
°