গড়াইনিউজ: অভিনেত্রী তমা খান ইতি মারা গেছেন। এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ বলছে তদন্ত করে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এদিকে মারা যাওয়ার আগে তমা খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে গেছেন। উদীয়মান এই অভিনেত্রীর মৃত্যুর আগে দেয়া শেষ স্ট্যাটাস নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে তার ভক্ত ও দর্শকদের মাঝে। তমা খান (৩০) ছিলেন চিত্রপরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী। বুধবার রাতে রাজধানীর আদাবরে নিজের বাসায় তিনি আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে আদাবর থানাপুলিশ ঘটনাস্থলে যায়। থানার এসআই আছাদুজ্জামান জানান, তমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, বুধবার রাতে আদাবর ১২নং রোডের বাসা থেকে তমার স্বজনরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তমার মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।মৃত্যুর কারণ জানা না গেলেও তমা খানের ফেসবুকে একটি স্ট্যাটাস পাওয়া যায়। বুধবার বিকালে ওই স্ট্যাটাস দেন এ অভিনেত্রী। সেখানে তিনি সাবেক স্বামী শামীম আহমেদ রনিসহ কয়েকজনের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। আর স্ট্যাটাসে লেখেন- ‘মরিলে কান্দিস না, আমার দায়!’ তমা খান থিয়েটার ও ছোটপর্দার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনিকে ভালোবেসে বিয়ে করেন তমা। এর পর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের কলহের কথা গণমাধ্যমে প্রকাশ করেন তমা। ওই সময় ডিভোর্স নিয়ে জালিয়াতির অভিযোগে নির্মাতা রনির বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি।
Kushtia
clear sky
25.2
°
C
25.2
°
25.2
°
27%
1.4kmh
0%
Sat
26
°
Sun
27
°
Mon
28
°
Tue
29
°
Wed
29
°