শিরিন বানুর কবিতা পরগাছা

0
2556
শিরিন বানুর কবিতা পরগাছা।

পরগাছা
কবি:শিরিন বানু

তোমার বাড়াবাড়ি বেশি,

তুমি অন্যের ঘাড়ে চেপে বসে খবরদারি করো–

তোমায় বেশী বাড়তে

দেওয়া হবে না-

ঘাড়ে চেপে বসে তুমি আচারণবিধি লঙ্ঘন করছো।

মুখ চেপে ধরেছো

কথা বলবার অধিকার নিয়েছো কেড়ে –

বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছো।

মাথায় চড়ে মুখ চেপে ধরে,

নিয়েছো কথা বলা, অধিকার কেড়ে

আর বাড়তে দেওয়া হবে না কেটে ফেলবো অচিরেই

খারাপ তুমি অক্টোপাশের চেয়ে

তুমি মাথায় চড়ে খাবার নিচ্ছো কেড়ে

কথা বলার অধিকার কেড়ে নিচ্ছ দুর্বল করে।

পিলিস্ পিলিস পিলিস-
মাথা থেকে নাম-
কষ্টে –
বাধ্য হবো তোমাকে
ফেলে দিতে।