রাজস্থানকে বিদায় করে এগিয়ে গেল কলকাতা

0
1236

গড়াইনিউজ২৪.কম:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে কলকাতার ফাইনালে উঠার আশা টিকে থাকল। অন্যদিকে, বিদায় নিলো রাজস্থান। আগামী ২৫ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে উঠবে। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের দেয়া ১৭০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। দলের পক্ষে ৪৬ রান করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ১৩ বল খেলে ২০ রান করেন রাহুল ত্রিপাঠি। ৩৮ বল খেলে ৫০ রান করেন সঞ্জু স্যামসন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে প্রসিধ কৃষ্ণা ১টি, পীযুশ চাওলা ২টি ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক দিনেশ কার্তিক। ৩৮ বল খেলে ৫২ রান করেন তিনি। ১৭ বল খেলে ২৮ রান করেন শুবম্যান গিল। ২৫ বল খেলে ৪৯ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। রাজস্থান রয়্যালসের পক্ষে চার ওভার বল করে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ইশ সোধি। উইকেটশিকারিদের মধ্যে কৃষ্ণাপ্পা গৌতম ২টি, জফরা আর্চার ২টি, শ্রেয়াস গোপাল ১টি ও বেন লাফলিন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ২৫ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্স ইনিংস: ১৬৯/৭ (২০ ওভার)

(সুনিল নারিন ৪, ক্রিস লিন ১৮, রবিন উথাপ্পা ৩, নিতিশ রানা ৩, দিনেশ কার্তিক ৫২, শুবম্যান গিল ২৮, আন্দ্রে রাসেল ৪৯*, জ্যাভন সিয়ার্লস ২, পীযুশ চাওলা ০*; কৃষ্ণাপ্পা গৌতম ২/১৫, জফরা আর্চার ২/৩৩, জয়দেব উনাদকাত ০/৩৩, ইশ সোধি ০/১৫, শ্রেয়াস গোপাল ১/৩৪, বেন লাফলিন ২/৩৫)।

রাজস্থান রয়্যালস ইনিংস: ১৪৪/৪ (২০ ওভার)

(অজিঙ্কা রাহানে ৪৬, রাহুল ত্রিপাঠি ২০, সঞ্জু স্যামসন ৫০, হেনরিক ক্লাসেন ১৮*, স্টুয়ার্ট বিনি ০, কৃষ্ণাপ্পা গৌতম ৯*; আন্দ্রে রাসেল ০/২২, প্রসিধ কৃষ্ণা ১/২৮, পীযুশ চাওলা ২/২৪, সুনিল নারিন ০/৩৯, কুলদীপ যাদব ১/১৮, জ্যাভন সিয়ার্লস ০/১৩)।