
গড়াইনিউজ২৪: দীর্ঘদিন ধরেই নতুন চলচ্চিত্রে দেখা যায় না চিত্রনায়িকা শাবনূরকে। গত এক বছর ধরে নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে কেবল ঘোষণাই দিয়ে আসছেন তিনি। এজন্য শরীরের ওজন কমিয়ে শারীরিকভাবে ফিট হতেও চেষ্টা করছেন। ঘোষণা অনুযায়ী ১ আগস্ট থেকে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ শিরোনামের নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল তার। কিন্তু শারীরিক ফিটনেস ঠিক না থাকার কারণে শুটিংয়ে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন ছবির নির্মাতা। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শাবনূর এখনও তার শরীরের ওজন কমাতে পারেনি। তাই এ লটে তিনি অংশ নিতে পারছেন না। তবে শরীরের বাড়তি ওজন কমিয়ে ঈদুল আজহার পর শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন শাবনূর।’ এর আগে বেশ কয়েকবার শুটিংয়ের শিডিউল নিয়েও তা পরিবর্তন করা হয়েছে। ফিটনেস ঠিক না হলে কি শাবনূরের পরিবর্তে অন্য কাউকে চিন্তা করছেন? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা বলেন, ‘এ ধরনের কোনো চিন্তা এখনও মাথায় আসেনি। দেখা যাক কী হয়।’ ছবিতে শাবনূর ছাড়া আরও অভিনয় করছেন ফেরদৌস, সাইমন সাদিক ও পিয়া বিপাশা।