ঈশ্বরদীর মিরকামারি স্কুল সড়কের কাজের উদ্বোধন

0
1151

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয় ও মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের নির্মান কাজের গতকাল বৃহস্প্রতিবার দুপুরে উদ্বোধন হয়েছে। উক্ত স্কুল সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। স্কুল সড়ক নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর সরদার, মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর রহমান, মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আব্দুল বারী ও নিজাম উদ্দিন। চেয়ারম্যান বাবলু মালিথা বলেন, মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয় ও মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য পরিষদের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, সলিমপুরবাসির ভোটে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন এলাকার কালভাট, সাকো, রাস্তা-ঘাট নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। সলিমপুরকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।