গড়াইনিউজ২৪.কম:: গতকাল রোটারী ক্লাব অফ কুষ্টিয়ার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সর্বমোট ১০০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আর সি সি রহিমপুর গ্রামে, ছেওরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে, ৬ নং পৌর প্রাথমিক বিদ্যালয় ও সানআপ ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস ২ তে এসব চারা বিতরণ ও রোপন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অফ কুষ্টিয়ার সভাপতি রোটাঃ ওবায়দুর রহমান ও সেক্রেটারি রোটাঃ আলিমুল হক সনজু, এসিস্টেন্ট গভর্নর রোটাঃ অজয় সুরেখা, রোটাঃ বিশ্বনাথ পাল, রোটাঃ আকাম উদ্দিন, রোটাঃ রাসেল পারভেজ, রোটাঃ মোসাদ্দেক আলী মনি, রোটাঃ বরেন পোদ্দার, রোটাঃ রফিকুল আলম টুকু, রোটাঃ কাজী আলোসহ রোটারী ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
Kushtia
overcast clouds
26.1
°
C
26.1
°
26.1
°
88%
2.3kmh
100%
শুক্র
30
°
শনি
31
°
রবি
30
°
সোম
32
°
মঙ্গল
32
°