প্রায় সবার হাতে এখন প্রযুক্তির সুবিধা পৌঁছে গেছে। বাড়ি থেকে দূরে কোথাও আছেন, এই তথ্য দুষ্কৃতকারীদের সুযোগ করে দিতে পারে। আর তাই ইন্টারনেট, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রকাশ করার আগে সতর্ক থাকতে হবে। ভ্রমণে থাকাকালীন এমনই কিছু সতর্কতা গ্রহণের কৌশল থাকছে এখানে।
বেশ কিছুদিনের জন্য কোথাও গেলে ব্যক্তিগত ভয়েস মেইল, ই-মেইল ও সামাজিক মাধ্যমে তা জানানো বন্ধ করুন
অনলাইনে নির্দিষ্ট করে ভ্রমণের দিন লেখা উচিত হবে না। পরিবারের অন্যান্য সদস্যকেও সতর্ক করে দিতে হবে
সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ও নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন। সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করুন
বাসস্থানের ঠিকানা কিংবা মোবাইল নম্বরের মতো ব্যক্তিগত তথ্য প্রোফাইল পেজে উল্লেখ করবেন না
আগে প্রকাশ করা (পোস্ট) ছবিগুলো খুঁটিয়ে দেখুন। ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এমন ছবি সরিয়ে ফেলুন
একইভাবে কোনো ছবি পোস্ট করার আগে দেখে নিন, তা গুরুত্বপূর্ণ কোনো তথ্যের জানান দিচ্ছে কি না
স্বয়ংক্রিয়ভাবে ছবিতে স্থানের তথ্য যোগ করার প্রযুক্তি জিওট্যাগিং বন্ধ রাখুন
অনেকের মতে, ভ্রমণ থেকে না ফেরা পর্যন্ত ভ্রমণের ছবি পোস্ট করাও উচিত নয়
সূত্র: নিউজওয়্যার