কুষ্টিয়ায় মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
1994

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: নানা আয়োজনে মহান মে দিবস পালন করেছে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিকলীগ। এ উপলক্ষে রোববার সকালে রাজারহাট মোড় থেকে জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক আমজাদ আলী খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে জেলা সভাপতি সভাপতি শ্রমিক নেতা গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদ জাহিদুল ইসলাম লতিফ, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি উম্মত আলী, প্রচার আনোয়ারুল হক, মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেছা বিউটি, সদর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সেলিম উদ্দিন, মিরপুর থানা শ্রমিকলীগেগের সভাপতি হামিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড কর্মচারী শ্রমিকলীগের সাধারন সম্পাদক আইয়ুব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। মুক্তবাজার অর্থনীতিতে পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে তাই শ্রমিক একটি গুরুত্বপূর্ন বিষয়। অর্থনৈতিক ক্ষেত্রে শ্রমিক একটি বড় শক্তি। একত্রে আন্তরিক না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার বান্ধব সরকার জনগণের সরকার। সরকার আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কার্যকরী সভাপতি বাদশা আলমগীর, টিএন্ডটি কর্মচারী ফেডারেল ইউনিয়নের সেক্রেটারী মনোয়ার হোসেন বাদশা, বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়নের সভাপতি সমর কুমার বিশ্বাস, কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আনোয়ার হোসেন, জেলা রিক্সা ভ্যান শ্রমিকলীগের নের্তৃবৃন্দ, রেনইউক শ্রমিকলীগের ইউনিট সভাপতি আঃ রশীদ, ইলিয়াস হোসেন, তৌহিদুল ইসলাম, মুরাদ হোসেন, শহর শ্রমিকলীগের আহবায়ক দেওয়ান মাসুদুর রহমান স্বপন, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক শ্রমিকলীগের নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।