ঈশ্বরদীর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
1936

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার নানা আয়োজনে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফ আলী প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, মুলাডুলি ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, মুলাডুলি ইউপি সদস্য জাহিদ হাসান তারা মালিথা, আর আর পি গ্রুপের এমডি আলহাজ্ব মনসুর আলম খাঁন, জাতীয় কৃষক মোঃ আব্দুল বারী ও মুরাদ আলী মালিথা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, সাংবাদিক সেলিম আহমেদ, ডাঃ মোঃ আব্দুল্লাহ, মোঃ ইদ্রিস আলী সরকার, রজব আলী প্রামানিক, ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম ঘটে। এলাকাবাসিরা প্রধান অতিথির কাছে স্কুল মাঠে মাটি ভরাট, রাস্তা নির্মাণ ও ভবন নির্মানের দাবির তোলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর ভাবে স্কুল পরিচালনার ক্ষেত্রে সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবেনা। এলাকাবাসিকে প্রথমে এগিয়ে আসতে হবে। স্বদিচ্ছা থাকলে নিজেদের সামর্থ অনুযায়ি চাঁদা আদায় করে স্কুলের উন্নয়ণমূলক কাজ করা সম্ভব। এই স্কুলের উন্নয়ণমূলক কাজের সাথে আমিও ব্যক্তিগত ভাবে অংশ নিতে চাই। প্রধান অতিথি স্কুল মাঠে মাটি ভরাট, রাস্তা নির্মাণ ও ভবন নির্মানে আস্বস্থ্য করেন।