গড়াইনিউজ২৪.কম:: মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় তরিকুল ইসলাম সোহাগ (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার খালাতো ভাই তৌফিকুর রহমান আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসড়কের মূলজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মহসিন হোসেনের ছেলে। তিনি ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপপরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে তরিকুল ইসলাম তার খালাতো ভাই তৌফিকুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন। তৌফিকুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং তরিকুল পেছনে বসা ছিলেন। সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুল নিহত হন। এ ঘটনায় তৌফিকুর গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসআই আলমগীর হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Kushtia
broken clouds
32.4
°
C
32.4
°
32.4
°
28%
3.4kmh
51%
Sat
35
°
Sun
35
°
Mon
35
°
Tue
37
°
Wed
27
°