নওগাঁর সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

0
1724
সারোয়ার হোসেন , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর সাপাহারে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ৯ হাজার হেক্টর। কিন্তু লক্ষমাত্রা অর্জিত হয়েছে ৯ হাজার ২৫০ হেক্টর। গত বছরের চেয়ে এই মৌসুমে গম চাষ বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গম চাষে অন্যান্য আবাদের চেয়ে কম খরচ হয়ে থাকে। তাই কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় গমের চাষ করে থাকেন। উপজেলা কৃষি অফিসার এএফ এম গোলাম ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। উপজেলার কৃষকরা অনেকে গম চাষ করেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার বেশি গমের আবাদ হয়েছে। তাছাড়া উপজেলার ৭৫ জন কৃষককে কৃষি প্রনোদনা হিসেবে বিনা মূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে করে গম চাষের লক্ষমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে বলেও জানান সহকারী উদ্ভিদ সংরক্ষন কৃষি অফিসার মো. আতাউর রহমান সেলিম।