কুষ্টিয়ার মহিলা মাদক ব্যবসায়ী কামিনী আটক

0
1878

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় এই মাদক সম্রাজ্ঞী কামিনী এখন কুষ্টিয়ার শীর্ষ মাদক ব্যাবসায়ী। তার নামে থানায় ১২টি মামলা এবং বিভিন্ন সময়ে সে পুলিশের নিকট প্রায় ২০বার আটক হয়েছে। ৪২ বছরের জীবনে প্রায় ২৫ বছর তিনি এ মাদক ব্যাবসার সাথে জড়িত। ঐ এলাকারই আলোচিত মাদক ব্যবসায়ী জিয়ারতের মেয়ে সে। পারিবারিকভাবেই সে এই মাদক ব্যবসার হাতে খড়ি পেয়েছে। কামিনী সংসার পেতেছে ঐ এলাকার সমভ্রান্ত পরিবারে মৃত নিয়ামত আলীর ছেলে আজাদুর রহমানের সঙ্গে। বিয়ের পর তাকেও এনেছে এ লাইনে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা পুলিশের শীর্ষ কর্তারা এই এলাকায় মাদকবিরোধী সভা সমাবেশ করেছে। কিন্তু কামিনীর ব্যবসা থামেনি। বর্তমান তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় উলে­খযোগ্য মাদক মামলার মধ্যে রয়েছে ২০১৩ সালের ডিসেম্বর মাসে মামলা নং-৫, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মামলা নং-১৭, একই বছরের জুলাই মাসে মামলা নং-৩০, ঐ সালেই আগস্ট মাসে মামলা নং-৫, ২০১১ সালের জুলাই মাসে মামলা নং-১৩, ২০১৫ সালের অক্টোবর মাসে মামলা নং-৮, ২০১৬ সালের মার্চ মাসে মামলা নং-৫ ও এপ্রিল মাসে মামলা নং-১০। এছাড়াও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। কুষ্টিয়া শহরে ফেন্সিডিলের সব থেকে বড় ব্যবসায়ী সে। একটি শক্তিশালী চক্রের মাধ্যমে সে এ ব্যবসা চালিয়ে আসেছ। পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, যারা মাদক ব্যবসা করবে তাদের ছাড় দেওয়া হবেনা। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, গত বছর আমরা তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২বছরের সাজা প্রদান করি। কিন্তু তিনি ৭মাস জেলখেটে বেরিয়ে আসে। তিনি অাবার মাদক ব্যবসা শুরু করলে তাকে ছাড় দেব না। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ওবায়দুর রহমান বলেন, মাদকের সাথে কোন আপোস নই। মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবেনা।