মেহেরপুর গাংনী সরকারি ডিগ্রী কলেজ এখন দূর্নীতির আখড়া॥

0
2977

 

মাসুদ করিম, মেহেরপুর,গড়াইনিউজ২৪.কম::মেহেরপুর গাংনী সরকারি ডিগ্রী কলেজের অভ্যান্তরে বাসাবেধেছে কতিপয় শিক্ষকদের দূর্নীতির মহোৎসব। কতিপয় শিক্ষকদের দূর্নীতির কারণে পাঁচ ছয় মাস পর পরই অধ্যক্ষদের বদলি হতে হয়। এ ব্যপারে একাধিক শিক্ষক/কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুকদের অভিযোগে জানা যায়, জিও করার জন্য গাংনী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষকদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা নিয়েছেন তৎকালীন অধ্যক্ষ মনিরুল ইসলাম। বিগত ৪ বছর যাবৎ গাংনী ডিগ্রী কলেজের শিক্ষকদের কাছ থেকে সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম ৪০ জন শিক্ষক ও কর্মচারীকে নিয়োগদানের প্রায় ৪ কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। ৪ বছরে কলেজের বিভিন্ন তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেন। এমনকি দীর্ঘদিন কলেজের টাকা ব্যাংকিং না করে হাতে হাতে জমা খরচ করেন এবং কলেজের হিসাবের খাতায় অসংখ্য ফ্লুয়েড এর কালিই প্রমাণ তার দূর্নীতির চিত্র। প্রধানত তিনি অনার্স সেকশন থেকে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করেন এবং একটি টাকাও ননএমপিও কোন শিক্ষককে বেতন ভাতা দেন নাই। বিগত ৪ মে ২০১৫ সালে কলেজ জিও হবার পর তিনি কলেজের প্রতিষ্ঠাকালীন ১তলা পুরাতন ভবনটি যা ৭ হাজার বর্গফুট পরিমাপের দরপত্র ছাড়াই নিয়ম বর্হিভুতভাবে ভেঙে বিক্রয় করে পুরো টাকাটা আত্মসাৎ করেন এবং ৮৯ জন শিক্ষক/কর্মচারী চাকুরী জিও করার জন্য তাদের কাছ থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা উত্তোলন করেছেন। যার যতসামান্য খরচ করে পুরোটাই আত্মসাৎ করেছেন বলে অভিযোগে জানাগেছে। এ ঘটনা জানাজানি হলে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় ছুটাছুটি শুরু করায় সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের নিয়ে বর্তমান অদ্যক্ষকে বদলি করার জন্য ঢাকায় ধর্না দিচ্ছে বলে জানাগেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দূর্নীতি দমন কমিশন সহ সরকারের উচ্চ পর্যায়ে দেখার জন্য শিক্ষক/কর্মচারীরা দাবী তুলেছে।