বাগেরহাটে বেতাগায় উপকার ভোগী নির্বাচন বিষয়ক উন্মুক্ত ওর্য়াড সভা

0
1107

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধি ভাতা ভিজিডি ভিজিএফ ও ফেয়ার প্রাইজ কার্ড সহ বিভিন্ন সরকারী ভাতা এবং উপকার ভোগী নির্বাচন বিষয়ক উন্মুক্ত ওর্য়াড সভা গতকাল সোমবার দিনব্যাপী ধনপোতা-মাসকাটা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাপক সংখ্যাক নারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ডের সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এ্যাসোসিয়েশনের আহবায়ক ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। স্বপন দাশ তার বক্তৃতায় বলেন, সমাজে উন্নতি করতে হলে বাল্য বিবাহ-কে না বলুন, ভিক্ষা-কে না বলুন ও মাদক-কে না বলতে হবে। কারণ এই তিনটি বিষয় সমাজকে কালুষিত করে তুলছে। তিনি আরো বলেন, আপনারা আপনাদের নাগরিক অধিকার বুঝে নেওয়ার জন্য উন্মুক্ত ওর্য়াড সভায় উপস্থিত হবেন। শুধু উপস্থিত হলেই হবে না। নিজ বাড়ীকে শিক্ষা বান্ধব পরিবেশ হিসাবে গড়ে তুলতে হবে। আর সেটি করতে পারলে সমাজ ও দেশ থেকে দারিদ্রতা দুর করা সম্ভাব হবে। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক শিক্ষক মোঃ নাজমুল হুদার উপাস্থপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা মোসাঃ রাফেজা বেগম, প্রধান শিক্ষক ইকরাম হোসেন বকুল, শিক্ষক জ্যোতী প্রকাশ দাশ, শীলাদৃপ্ত বিশ্বাস, বিমল কৃষ্ণ দাশ, নিলুফা ইয়াসমিন ও বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস এর উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র রাহা। পরে ৩নং ওয়ার্ডের ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুরুপ সভা ইউপি সদস্য মোঃ আলোমগীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, ইউপি সচিব এসএম দাউদ আলী, মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ। এর পূর্বে সকাল সাড়ে ৯টায় ধনপোতা মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে।