রেকর্ডের বরপুত্র মিরাজ

0
2539

গড়াইনিউজ২৪.কম::  অবিশ্বাস্য, অভূতপূর্ব, অভাবনীয়, অকল্পনীয় কিংবা অতুলনীয়। মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ যা করল এর বিশেষণ হতে পারে এমন অনেক কিছুই। একাই ৬ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন এই টাইগার ক্রিকেটার। ছুঁয়েছেন একাধিক রেকর্ডও।

অভিষেক দুই টেস্টে ১৯ উইকেট। এককথায় ম্যাজিকাল। যার ধারে কাছেও নেই অনেক কিংবদন্তি ক্রিকেটার। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন।  তাঁকে টপকে বিশ্বসেরার আসনটি এখন বাংলাদেশি সেনসেশন মিরাজের।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালে ডানেডিন টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট শিকার করেছিলেন এই পাকিস্তান।

এছাড়া বয়সের দিক বিবেচনা করলেও আরেক রেকর্ডে ভাগ রয়েছে মিরাজের। ভারতের সাবেক লেগ স্পিনার লক্ষণ শিবরাম কৃষ্ণান ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৩ দিনে।

১৯৯০ সালে লাহোর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াকার ইউনিস ১০ টি উইকেট তুলে নেন ১৮ বছর ৩৩৬ দিনে। ১৯ বছর ৫ দিন বয়সী মিরাজের অবস্থান এর পরই।