স্বাভাবিক হলো ঢামেক হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস

0
1892

গড়াইনিউজ২৪.কম:: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস স্বাভাবিক হয়েছে। সংকট মোকাবেলায় ঢামেক পুলিশ অ্যাম্বুলেন্স মালিকদের অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেয়। এতে অ্যাম্বুলেন্স সার্ভিস স্বাভাবিক হয়। রোববার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া  এ তথ্য জানান। গত ১৫ অক্টোবর সকালে ঢামেক জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সামনে অ্যাম্বুলেন্স চাপায় মা ও তার গর্ভের শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঢামেক হাসপাতলে তীব্র অ্যাম্বুলেন্স সংকট দেখা দেয়। তারপর থেকে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সোমবার রাতে ঢামেক পুলিশ বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।