সারাদেশে চাহিদার শীর্ষে কুষ্টিয়ার গরু

0
3232
কুষ্টিয়ার ছয়টি উপজেলায় বড়-ছোট মিলে প্রায় সাড়ে ২০ হাজার গরু খামার রয়েছে ৷ এসব খামারে গরু অাছে প্রায় এক লাখ ৷

কুষ্টিয়া অফিস :: সারাদেশে চাহিদার শীর্ষে কুষ্টিয়ার গরু, জমে উঠেছে জেলার ১৪টি পশুহাট। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া জেলার পশু হাটগুলোতে মাঝারী-বড় গরু, ব্যাপারী, খামারী ও সাধারন গরু খামারীদের পদচারনায় বেশ জমে উঠেছে ৷ ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ সারাদেশের কুরবানী পশু হাটে চাহিদার শীর্ষে রয়েছে কুষ্টিয়ার গরু। কুষ্টিয়া সদর উপজেলার কয়েকটি পশু হাটে গিয়ে দেখা গেল জাকজমক ভাবেই চলছে গরুর বেঁচাকেনা ৷ এছাড়াও একটু বেশি মুনাফার আশায় খামারী ও ব্যাপারীরা স্থানীয় পশু হাটগুলোতে গরু বিক্রি না করে ঢাকাসহ দেশের বিভিন্ন হাটে নেয়ার জন্য ট্রাক বোঝাই করতে শুরু করেছে ৷ জেলার বিভিন্নস্থানে সরেজমিনে দেখা গেল ট্রাকে গরু উঠানোর জন্য অস্থায়ী সিঁড়ি করা হয়েছে ৷ অস্থায়ী সিঁড়ি বেঁয়ে সুদর্শন গরু ট্রাকে উঠার দৃশ্য এখন প্রতিটি মোড়ে মোড়ে দেখা যাচ্ছে ৷ স্থানীয় খামারীদের মতে কুষ্টিয়া অঞ্চল থেকে এবার দেড় থেকে দুই লাখ গরু যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে ৷
এদিকে কুষ্টিয়ার সর্বত্র কোরবানী পশু কেনা বিক্রি শুরু হয়েছে ৷ এবার কুষ্টিয়া জেলায় ১৪টি কোরবানীর পশু হাটের অনুমোদন দিয়েছে প্রশাসন ৷ জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ছয়টি উপজেলায় বড়-ছোট মিলে প্রায় সাড়ে ২০ হাজার গরু খামার রয়েছে ৷ এসব খামারে গরু আছে প্রায় এক লাখ ৷ এসব গরু কয়েক মাস ধরে মোটাতাজা করন করা হয়েছে ৷ গত বছর যার সংখ্যা ছিল প্রায় ৭৪ হাজার ৷ এ বছর ভারত থেকে গরু না আসার সংবাদে খুশি গরুর খামারীরা ৷ ভালো দামের আশায় এবার তাঁরা বেশি করে গরু পালন করেছেন ৷
সূত্রে আরো জানা যায়, ঢাকা ও চট্রগ্রামের হাটগুলোতে কুষ্টিয়ার গরুর আলাদা কদর রয়েছে ৷ জেলার চাহিদা মিটিয়ে এ বছর কুষ্টিয়া থেকে প্রায় ৬০ হাজার গরু ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ বড় বড় জেলায় যাবে ৷ গড়ে প্রতিটি গরু ৬০ হাজার টাকায় বিক্রি হলে এ হিসেবে প্রায় ৫০০ কোটি টাকা আয় হতে পারে বলে ধারনা করা হচ্ছে ৷ জেলায় খামার বেশি রয়েছে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৷ ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে আইলচারা, উজানগ্রাম, ঝাউদিয়া, পাটিকাবাড়ী, বটতৈল ও আব্দালপুর ইউনিয়ন ৷ কুষ্টিয়ায় গরুর সবচেয়ে বড় হাট সদর উপজেলার আলামপুরের বালিয়াপাড়া পশু হাট৷ এ হাটের ইজারাদার রবিউল ইসলাম বলেন, শনিবার মূলত হাট বসে ৷ এ বছর আমাদের হাটে গরু আসতে শুরু করেছে ৷ ঢাকা-চট্রগ্রামের ব্যাপারীরাও আসছে ৷ সারাদেশেই কুষ্টিয়ার গরুর বেশ কদর রয়েছে ৷ গরুর দাম গত বছরের তুলনায় এবার একটু বেশি বলে জানান তিনি ৷ সরেজমিনে আইলচারা পশুর হাটে প্রচুর গরুর আমদানী লক্ষ্য করা গেছে ৷ স্থানীয়দের মতে এত সংখ্যক বড় গরু যে এলাকায় আছে হাটে না আসলে তা বুঝে উঠার উপায় ছিলনা ৷ পাটিকাবাড়ী পশুর হাটেও বিপুল সংখ্যাক গরুর উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ৷ পাটিকাবাড়ী ইউনিয়নের ১৪টি গ্রামে কোরবানী উপলক্ষে চলতি বছর প্রায় আড়াই হাজার গরু মোটা তাজাকরন করা হয়েছে বলে জানা যায় ৷ দেশের খামারী ও সাধারন গরু চাষীদের বাঁচাতে হলে ভারতীয় গরুর আগ্রাসন বন্ধ করতে হবে ৷ এসব বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, কুষ্টিয়ার সীমান্ত দিয়ে কোন গরু আসেনা ৷ কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ঝুঁকিপুর্ন মহাসড়কে গরু ব্যবসায়ীদের পুলিশ পাহারায় গরু বহনের গাড়ী এগিয়ে দেয়াসহ সব ধরনের সহযোগীতা দেয়া হবে ৷ পুলিশের কোন সদস্য অনিয়ম করলেই দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে ৷