গড়াইনিউজ২৪.কম:: ৩৩ বছর কাটলো, তারপর ইকুয়েডরকে হারালো ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন অভিষেকে গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জিসুস। গোল পেয়েছেন নেইমারও। এদিন প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোলশূন্য অবস্থায় টানেলে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের পর স্পটকিকে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ক্ষিপ্র গতিতে বল পায়ে ডি বক্সে ঢুকে পড়া জেসুসকে গোলরক্ষক আলেক্সান্দার দোমিনিগেস ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৭৬তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা; অগুস্তোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হুয়ান কার্লোস।৮৭তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। মার্সেলোর বাড়ানো বলে অসাধারণ ব্যাক-হিলে লক্ষ্যভেদ করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে বাঁ দিক থেকে নেইমারের বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন জেসুস। এই জয়ে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের সাত ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হলো ১২।
Kushtia
clear sky
15.2
°
C
15.2
°
15.2
°
34%
3.3kmh
0%
Thu
25
°
Fri
26
°
Sat
26
°
Sun
25
°
Mon
25
°