নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

0
2301

গড়াইনিউজ২৪.কম:: নিউজিল্যান্ডের স্থানীয় সময় তখন ভোর ৪টা ৪৭ মিনিট। হঠাৎ করেই ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙে নর্থ আইল্যান্ডের অধিবাসীদের। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ঊপকূল সংলগ্ন সাগরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৭ মিনিটে নিউজিল্যান্ডের গিসবর্নের ১৬৯ কিলোমিটার উত্তরপূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় নর্থ আইল্যান্ডের পূর্ব ঊপকূলের কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে কর্তৃপক্ষ। ২০১১ সালে নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ১৮৫ জন।