কেএনবি’র চেয়ারম্যান চামেলী জামানকে গড়াইনিউজ এর সম্মাননা স্মারক প্রদান!

0
599

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: বহুমাত্রিক প্রতিভাধর বিশিষ্ট শিল্পপতি কেএনবি এগ্রো ইন্ড্রাঃ লিঃ এর চেয়ারম্যান রোটারিয়ান চামেলী জামান কে গড়াইনিউজ২৪.কম এর পক্ষ থেকে পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ ক্যাটাগরিতে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক লাভের গৌরব অর্জন করেছেন।
‘কল্পনা নয়, পুরো সত্য…’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্পসময়ে ব্যাপক আলোচিত অনলাইন নিউজ পোর্টাল ‘গড়াইনিউজ২৪.কম’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয় গত ৩১ শে জুলাই ২০২২ইং তারিখে গড়াইনিউজ এর নিজস্ব কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে পাঁচ ক্যাটাগরীতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কেএনবি এগ্রো ইন্ড্রাঃ লিঃ এর চেয়ারম্যান ও রোটারিয়ান চামেলী জামান কে সম্মাননা স্মারক প্রদান করেন গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক আতিকুর জামান ছন্দ এবং রেডিও জট্টিল এর চেয়ারম্যান ফারহানা ফারদিন পপি। সম্মাননা পদক পাওয়ার পরে কেএনবি এগ্রো ইন্ড্রাঃ লিঃ এর চেয়ারম্যান ও রোটারিয়ান চামেলী জামান বলেন, ‘গড়াইনিউজ২৪.কম এর পথ চলা শুভ হোক’ এ কামনা করে বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ মাধ্যম খুবই বিরল। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা যাবতীয় অন্যায়-অসঙ্গতিগুলো অনুসন্ধান করে জাতির সামনে পেশ করা এবং সমাধানের পথ বাতলে দেওয়ার মতো সাংবাদিকতাও খুব একটা চোখে পড়ে না। এমন সব বিপরীত ¯্রােতধারা উপেক্ষা করে সত্যনিষ্ঠ ও তথ্যনির্ভর সুন্দর সংবাদগুলো জনতার সামনে দৃষ্টিগোচর করার প্রত্যয় নিয়ে ‘গড়াইনিউজ২৪.কম’ এর পথচলা আমাদের অনেক নতুন স্বপ্ন দেখাচ্ছে। ‘কল্পনা নয়, পুরো সত্য…- শ্লোগান নিয়ে সামনে এগিয়ে চলছে, দুর্বার গতিতে এগিয়ে যাক! ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমার প্রত্যাশা।’ উল্লেখ্য, কেএনবি প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া বেকার যুবকদের অনুপ্রেরণার উৎস কেএনবি। কুষ্টিয়ায় যে মুহূর্তে বেকারত্বের অভিশাপ নিয়ে লাখ লাখ শিক্ষিত যুবক ভেসে বেড়াচ্ছে ঠিক সেইসময় নিজের মেধা বুদ্ধি ইচ্ছা ও কঠোর পরিশ্রম কে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশব্যাপী বেকার যুবকদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ কামরুজ্জামান নাসির ও চামেলী জামান দম্পতি। শিল্প কারখানা গড়ে তারা নিজেদেরকে শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০১২ সালের গুটিকয়েক লোকবল নিয়ে স্বল্প পরিসরে প্রথমে কেএনবি এগ্রো ফুড লিমিটিড দিয়ে শুরু করেন। পরে সেখানে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ফিড ব্যবসা শুরু করেন। এরপরে তাদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নি। এই দম্পতি একজন দানবীর, তিনি এবং তার সহধর্মীনি চামেলি জামান সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছেন। গত দুই বছর করোনাকালীন সময়েও তারা দুইজন হাজার হাজার মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনাকালীন একের পর এক ভালো কাজের জন্য প্রশংসিত কামরুজ্জামান নাসির ও চামেলী জামান দম্পতি। করোনাকালীন দুস্থ অসহায় হাজারো মানুষের মুখে এক মাসের আহার তুলে দিয়েছিলেন তারা। শুধু দুস্থ ও অসহায় মানুষ নয়, গতবছর করোনাকালীন সময়ে গভীর রাতে রাস্তায় রাস্তায় গিয়ে ক্ষুধার্ত কুকুরদের মুখে রান্না করা খাবার তুলে দিয়েছিলেন এই দম্পতি। সব সময় অসহায় মানুষের পাশে আছেন এবং থাকবেন এই দম্পতি।