সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন সামছুল আরেফিন অমূল্য!

0
668
সামছুল আরেফিন অমূল্যকে গড়াইনিউজ২৪.কম পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং রেডিও জট্টিল এর সিইও আতিকুর জামান ছন্দ তার হাতে তুলে দেন সম্মাননা স্মারক। ছবি: গড়াইনিউজ

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: মানুষ মানুষের জন্য, সমাজকে সুন্দর রাখতে সমাজের নানামুখী উন্নয়ন মূলক কার্যক্রম করে আসছেন বিশিষ্ট সমাজসেবক সামছুল আরেফিন অমূল্য। তিনি একজন সমাজকর্মী ও গরীব, মেহনতি মানুষের নিবেদিত প্রাণ। সমাজের নিবেদিত প্রাণ হয়ে সমাজ উন্নয়নের কাজ করছেন দীর্ঘ কয়েক বছর ধরে। তিনি সর্বত্র সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। সামছুল আরেফিন অমূল্য, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি একজন সমাজসেবক কিন্তু জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সফলও হয়েছেন। সকলের সহযোগিতা পেয়েছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয়, তিনি প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। গত দুই বছর মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ মোকাবিলায় সামছুল আরেফিন অমূল্য’র উদ্যোগে সমগ্র মিরপুর উপজেলাতে অসহায় কর্মহীন প্রায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। সমাজ সেবায় ত্যাগী আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে একত্রে কাজ করে যাচ্ছেন সামছুল আরেফিন অমূল্য। আর তাই মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গড়াইনিউজ২৪.কম এর পক্ষ থেকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। গড়াইনিউজ২৪.কম পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং রেডিও জট্টিল এর সিইও আতিকুর জামান ছন্দ এসময় উপস্থিত থেকে তুলে দেন সম্মাননা স্মারক।

প্রকাশ সময়: বাংলাদেশ: ২২.২০মিনিট
গড়াইনিউজ/সেলিম