করোনা থেকে মুক্তি পেলেন ইবি থানার ওসি!

0
600
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: করোনা থেকে মুক্তি পেলেন ইবি থানার ওসি । তিনি দীর্ঘ ১৫-১৬ দিন রাজারবাগ পুলিশ হসপিটালে করোনার চিকিৎস শেষে গতকাল ২৪ এ জুলাই ২০২১ তারিখ মেডিকেল রিপোর্ট অনুযায়ী করোনা থেকে মুক্তি পেয়েছেন, কুষ্টিয়া ইবি থানার জনবান্ধব পুলিশ অফিসার ইনচার্জ মোস্থাফুজির রহমান রতন।
শনিবার রাতে তিনি করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পান।তিনি বলেন,আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছি।তিনি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।
ওসি মোস্থাফিজুর রহমান জানান,আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ পুলিশের কিংবদন্তী ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম -বার স্যারের প্রতি।তিনি রাজারবাগ পুলিশ হসপিটালকে এতো সুন্দর ও অত্যাধুনিক ভাবে গড়ে তুলেছেন।
ওসি মোস্থাফিজুর রহমান আরো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান,কুষ্টিয়া পুলিশ সুপার জনাব খায়রুল আলম স্যারের প্রতি, কারন কুষ্টিয়া পুলিশ সুপার খুব অল্প সময়ের মধ্যে আমাকে রাজারবাগ পুলিশ হসপিটালে পাঠানোর ব্যাবস্থা করেছিলে এবং সব সময় আমার চিকিৎসার খোজ খবর নিতেন।
ইবি ওসি জানান রাজারবাগ পুলিশ হসপিটাল থেকে রিলিজ নিয়েই আমি কর্মস্থল ইবি থানাতে যোগদান করবো।