যে প্রানী সহজে নিজের রং বদলাতে পারে !

0
634

সৌরভ শাহরিয়ার,গড়াইনিউজ২৪.কমঃ রং বদলাতে নাকি মানুষের জুড়ি নেই ! তবে মানুষের ভেতরের রং বদলালেও বাইরের রং কিন্তু একই থাকে । কিন্তু প্রাণীজগতে বেশ কিছু প্রাণীর দেখা মিলে যারা প্রতিনিয়ত পাল্টায় বাইরের রং। এই রং বদলানো কিছু রংবাজদের কথাই বলব আজ ।

রং বদলানো প্রাণীর নামের কথা আসলে সবার আগেই চলে আসে “গিরগিটির নাম” ।

বিভিন্ন সময়ে তাদের মেজাজ, তাপমাত্রা কিংবা আলোর পরিবর্তনের কারণেও পরিবর্তিত হতে পারে তাদের গায়ের রং । “পৃথিবীতে প্রায় ১৬০টি প্রজাতির গিরগিটি আছে । যখন গিরগিটি বিপদ মনে করে তখন তারা তাদের রং বদলায় । রং বদলানো ছাড়াও গিরগিটির রয়েছে আরো কিছু অসাধারণ বৈশিষ্ট্য।” যেমন, গিরগিটি তার  যে লম্বা আঠালো জিহ্বা দিয়ে শিকার করে থাকে সেটার দৈর্ঘ্য গিরগিটির শরীর থেকে দেড় থেকে দুই গুন লম্বা হয়ে থাকে । এছাড়াও গিরগিটি তার  দুই চোখকে একই সময়ে আলাদাভাবে নাড়াতে পারে এবং গিরগিটিরা আল্টা-ভায়োলেট রশ্মিও দেখতে সক্ষম । মজার বিষয় হচ্ছে, পৃথিবীতে যত সংখ্যক গিরগিটির বাস, তার অর্ধেকই বাস করে মাদাগাস্কারের দ্বীপাঞ্চলে ।