সন্দ্বীপে ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

0
496

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম::চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম নৌবাহিনী সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পরবর্তী সময়ে দেশের প্রত্যন্ত উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় সোমবার সন্দ্বীপের চার নম্বর সন্তোষপুর ইউনিয়ন, পাঁচ নম্বর দীর্ঘাপাড় ইউনিয়ন এবং ১৯ নম্বর আমানউল্যা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

নৌবাহিনীর বিতরণ করা ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল- চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ বক্স ইত্যাদি।