ঈদের আগেই নামছে লাল-সবুজের ৪টি ট্রেনঃ কাল উদ্বোধন চিত্রা এক্সপ্রেসে

0
1311

গড়াইনিউজ২৪.কম:: রেলওয়ে কোচ সমস্যা সমাধানে বিদেশ থেকে কেনা  লাল-সবুজ রঙের নতুন কোচ দিয়ে আসন্ন কোরবানীর  ঈদের আগেই আসন বাড়িয়ে নামানো হচ্ছে ৪টি ট্রেন। এর মধ্যে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ব্রডগেজ চিত্রা এক্সপ্রেসটি লাল-সবুজ রঙের নতুন কোচ দিয়ে আজ থেকেই চালু করা হচ্ছে। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় কমলাপুর স্টেশনে ট্রেনটি উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। নতুন কোচ যুক্ত হওয়ায় ট্রেনটিতে আসন সংখ্যা দ্বিগুন হবে। এছাড়া ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা এক্সপ্রেস ও ঢাকা-খুলনা রুটে যুক্ত হবে নতুন কোচ। পাশাপাশি পুরাতন কোচগুলো ঢাকা-দিনাজপুর রুটে দ্রæতযান ও একতা এক্সপ্রেস এবং ঢাকা-মোহনগঞ্জ রুটে মোহনগঞ্জ এক্সপ্রেসে যুক্ত হবে। কোরবানীর ঈদের আগেই নতুন-পুরাতন কোচ দিয়ে এই ৭টি ট্রেন চালুর হলে সংশ্লিষ্ট রুটে আসন সংখ্যা দ্বিগুন বেড়ে যাবে রেলওয়ে সূত্র জানায়। এ ব্যাপারে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সাংবাদিকদের বলেন, কোরবানী ঈদের আগেই ভারত ও ইন্দোনেশিয়া থেকে ক্রয় করা লাল-সবুজ রঙের নতুন কোচে নামানো হবে ৪টি ট্রেন। এছাড়া পুরাতন কোচগুলো ৩টি ট্রেনে যুক্ত করে আসন সংখ্যা বাড়ানো হবে। এর মধ্যে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেসটি মঙ্গলবার উদ্বোধন করা হবে। রেলওয়ে সূত্র জানায়, ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতুর উদ্বোধনের পরে ২০০৩ সালে প্রথম রেলপথে ঢাকার সঙ্গে খুলনার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। ২০০৩ সালের ৮ আগস্ট চালু হয় সুন্দরবন এক্সপ্রেস নামের ঢাকা-খুলনা আন্তঃনগর ট্রেনটি। এরপর ২০০৭ সালের ৭ অক্টোবর চালু হয় চিত্রা এক্সপ্রেস ট্রেন। উত্তরাঞ্চলের কয়েকটি জেলা পেরিয়ে দক্ষিণাঞ্চলে ঢাকা থেকে ট্রেনটি যেতে ও আসতে সময় নেয় ১০ ঘণ্টা। তাই ভারত থেকে ক্রয় করা নতুন ব্রডগেজ কোচ দিয়ে ট্রেনটি আজ থেকে নতুন করে চালু করা হবে। ট্রেনটিতে আগে সিট সংখ্যা ছিলো ৪৭৪টি। নতুন কোচ যুক্ত হওয়ায় তা বেড়ে হবে ৮৮২টি। এছাড়া ট্রেনটির ৪টি কোচে এসি সিট থাকবে ৯৬টি। এসি চেয়ার সিট থাকবে ১৫৬টি। আর সাধারণ ৬টি কোচের প্রতিটিতে ১০৫টি হিসেবে সাধারণ সিট সংখ্যা হবে ৬৩০টি। তবে যখন ঢাকা থেকে আসবে তখন হবে ৮৩৪টি। ট্রেনটি ঢাকা থেকে রাতে আসে বলে এসি সিটগুলো এসি বাথ হয়ে সিট সংখ্যা কমে যায়। গতকাল সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকায় আজ মঙ্গলবার সকালে ১২টি ব্রডগেজ কোচ নিয়ে ৫৩৭ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় এসে পৌঁছবে চিত্রা। যাত্রাবাহী ১০ কোচ এবং দুই মাথায় ২টি পাওয়ার কার সহ ১২ কোচ নিয়ে মঙ্গলবার ট্রেনটি নতুন রূপে যাত্রা শুরু করবে বলে রেলওয়ে সূত্র জানায়। এ ব্যাপারে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী সাংবাদিকদেরকে বলেন, পুরনো কোচ নিয়ে গত রোববার সন্ধ্যায় খুলনায় গেছে চিত্রা এক্সপ্রেস। তবে মঙ্গলবার ঢাকা ফিরবে ভারত থেকে আনা নতুন কোচসহ সম্পূর্ণ নতুন রূপে। ট্রেনটিতে আগে যাত্রীবাহী কোচের সংখ্যা ছিলো ৮টি। এখন দু’টি বাড়ানো হয়েছে। এর মধ্যে এসি কোচ আগে ছিলো ২টি এখন আরও ২টি যুক্ত হয়ে মোট ৪টি করা হয়েছে।