পূর্ণ ‘লকডাউন’ এক সপ্তাহের জন্য চাঁপাইনবাবগঞ্জে

0
438

গড়াইনিউজ২৪.কম::সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের বিশেষ ‘লকডাউন’  ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার (২৪ মে) দুপুরে জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে।

এ বৈঠকে আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকে আগামী সাত দিনের জন্য চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক ‘লকডাউনে’র ঘোষণা দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘লকডাউন’ চলাকালে জরুরি পরিসেবা ছাড়া সব যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে জেলার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ সর্দি জ্বরে আক্রান্ত হলেও করোনা আতঙ্কে নমুনা পরীক্ষা না করিয়ে অসুস্থ শরীরইে অবাধে চলাচল করায় দ্রুত করোনা ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সচতেনতার অভাবেও এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে আনতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই র্কমর্কতা।

এদিকে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিন, গোমস্তাপুরে ছয় ও ভোলাহাটে একজন রয়েছেন। বর্তমানে জেলায় সংক্রমণের হার ৫৫ ভাগের উপরে।