কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: উৎসব মুখর না হলেও ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এবারের ঈদ আন্তরিকতাপূর্ণ ছিলো। নাটোরের সিংড়ায় নিজের বাড়িতে বসে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পর এমনটাই বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “উৎসবমুখর ভাবে এবার ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ আদায়, কোলাকুলি করা বা হাত মেলাতে না পারা, সামনাসামনি কারো বাসায় গিয়ে সেমাই খাওয়া হয়নি। কিন্তু ডিজিটাল মাধ্যমে সবার সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। বাড়িতে বসেই পরিবার-আত্মীয়দের সঙ্গে সময়টা আরো আন্তরিকতাপূর্ণ পরিবেশে কাটাতে পেরেছি।”
প্রতিমন্ত্রী বলেন, “এইবার আমরা প্রকৃত অর্থে রমজানের তাৎপর্য পালন করতে পেরেছি। এটাই এই অর্থে বলবো, যে এবারের ঈদে মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের কাছে খাদ্য এবং ঈদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন। উনি যে অঙ্গীকার করেছিলেন, যারা কারা অভ্যন্তরে রয়েছে, যাদেরকে ছেড়ে দেয়া সম্ভব এবং যারা স্বল্প মেয়াদে সাজা পেয়েছেন এবং জামিন যোগ্য এমন ১৮ হাজার বন্দীকে উনি ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মুক্ত করে দিয়েছেন।” এভাবেই এবার ফিজিক্যালি না কলেও ডিজিটালি আমরা ১৭ কোটি মানুষকে নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছি- যোগ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।