সামাজিক দুরত মানছে না আলফার মোড়ের খসরু ষ্টোর!

0
1653

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলায় ৩ জন করোনায় আক্রান্তের পর জেলা প্রশাসন কঠোর আইন প্রয়োগ করেছে পুরো জেলায় সেই সাথে তো লকডাউন চলছে। কিন্তু ব্যতিক্রম কুষ্টিয়ার পুরাতন আলফার মোড়। এখানে ব্যবসায়ীরা কোন মতেই মানছেন না সামাজিক দুরত্ব। উৎসবের মত শত শত মানুষের সমাগম হচ্ছে দোকানগুলোতে। জেলা প্রশাসন কর্তৃক বেলা ২টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম থাকলেও তা মানছে না অনেক দোকানদার। প্রতিদিন শহরে মাইকিং হচ্ছে, আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতাও লক্ষণীয়। এছাড়াও প্রতিদিন জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য সকাল ৬টা থেকে সব দোকান খুলে দিচ্ছেন। উৎসবের মত করে বেচাকেনা হচ্ছে। সামাজিক দূরত্ব মানার বালাই নাই এখানে। বিশেষ করে পুরাতন আলফার মোড়ে খসরু স্টোরে সামাজিক দূরত্ব মানার বালাই নাই খসরু সহ তার ক্রেতারাও। প্রশাসন এসে বললে কিছুক্ষন মানছে তারপর যা তাই করছে খসরু স্টোর। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্থফা বলেন, লকডাউন নির্দেশ মানার জন্য আমরা সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা যেদিক দিয়ে যাই সেদিকে মানুষজন ঠিকভাবে লাইন দিয়ে জিনিষ ক্রয় করছে আর সরে গেলে আগের মতো হয়। মানুষকে সচেতন করার জন্য আমরা ২৪ ঘন্টা মাঠে আছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিনই মোবাইল কোর্ট করছি। তারপরেও কিছু ব্যবসায়ী নিয়ম মানছেন না। অযথা মানুষ বাহিরে ঘোরাফেরা করছে।